Sylhet Today 24 PRINT

দর্পণ থিয়েটারের হাওরের গানে গানে সাংস্কৃতিক সমাবেশ সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৭

অকাল বন্যায় প্লাবিত হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে গানে গানে সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করতে যাচ্ছে নাট্যদল দর্পণ থিয়েটার।

সোমবার (১ মে) বিকাল ৪টায় সিলেট নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে এই সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

হাওরের গান নিয়ে দর্পণ থিয়েটারের নিজস্ব পরিবেশনার পাশাপাশি হাওর পাড়ের শিল্পী বাউল আবদুর রহমান, বাউল সূর্যলাল, বাউল কালা মিয়া ও বাউল বশির উদ্দিন হাওরের গান গাইবেন।

দর্পণ থিয়েটারের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল জানান, অকাল বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হাওর এলাকার অসংখ্য মানুষ। প্লাবিত এলাকাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা এবং সরকারের ত্রাণ সহায়তাসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আমরা এই সাংস্কৃতিক আয়োজন করতে যাচ্ছি।

সবাইকে আয়োজনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সচেতন মানুষের উপস্থিতি এ দাবিকে আরো জোরদার করবে- এ আমাদের দৃঢ় বিশ্বাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.