Sylhet Today 24 PRINT

নাট্যালোক, সিলেটের ৪ দশক পূর্তি আয়োজন শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৭

সিলেটের নাট্যাঙ্গনে চার দশক পূর্ণ করেছে নাট্যালোক, সিলেট। এই চার দশক পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংগঠনটি।

অনুষ্ঠানের মধ্যে আছে শুক্রবার (৫ মে) বিকেল ৪ টায় রিকাবীবাজার থেকে বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালি শেষে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন ও আবাহল এবং সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত নাট্য পরিষদের সাবেক প্রধান পরিচালক নিজাম উদ্দিন লস্কর ময়না, বর্তমান প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত গুপ্ত, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য অনিরুদ্ধ ধর শান্তনু ও নাট্যালোকের প্রতিষ্ঠাতা সদস্য আফজাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চস্থ হবে বাবুল আহমদ রচিত ও নির্দেশিত পাঁচটি মৌলিক নাটক 'এই সময়', 'ক্ষেপা জনতা', 'অপ-মানপত্র', 'পানির নাম জয়রাম' এবং 'উন্মাদ বা শয়তান'। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.