Sylhet Today 24 PRINT

পশ্চিমবঙ্গের ‘বঙ্গভূষণ’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

সিলেটটুডে টুয়েন্টিফোর ডেস্ক |  ১৩ মে, ২০১৭

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘বঙ্গভূষণ’ সম্মাননা পাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

২০ মে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে সাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে পশ্মিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্যাকে এই সম্মাননা পদক তুলে দেবেন।

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা যায়, ১১ মে বৃহস্পতিবার রাতে বন্যার কাছে ‘বঙ্গভূষণ’ সম্মাননা দেওয়ার চিঠি পৌঁছে।

ওই চিঠি পেয়ে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট একজন মন্ত্রীর সঙ্গেও কথা হয় শিল্পীর। ২০ মে অনুষ্ঠানে আসার নিশ্চয়তা দেন তিনি।

২০১১ সালে ক্ষমতায় আসার পর অভিনেতা-অভিনেত্রী এবং শিল্পীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেসের সরকার।

এরই ধারাবাহিকতায় ২০১২ সাল থেকে রাজ্য সরকার তাদের সরকারি স্বীকৃতি হিসাবে দুই শাখায় সম্মাননা প্রবর্তন করে।

‘বঙ্গবিভূষণ’ সরকারের প্রথম সর্বোচ্চ স্বীকৃতি এবং ‘বঙ্গভূষণ’ দ্বিতীয় সবোর্চ্চ স্বীকৃতি হিসাবে গণ্য হয়ে আসছে।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশের নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগমকে (মরণোত্তর) ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা দেয় পশ্চিমবঙ্গ সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.