Sylhet Today 24 PRINT

সিলেটে নবশিখা নাট্যদলের এক যুগ পূর্তি উদযাপন

সিলেটটুডে ডেক্স  |  ২৪ মে, ২০১৭

‘নাটক মোদের স্বপ্ন, নাটক মোদের অঙ্গিকার’ এই শ্লোগানকে ধারণ করে নানা আয়োজনে এক যুগ পূর্তি উদযাপন করেছে সিলেটের নবশিখা নাট্যদল।

বুধবার (২৪ মে) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বারো বছর’ শ্লোগানে বিপুল শর্মার পরিচালনায় ছন্দ নৃত্যালয়ের নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় যুগ পূর্তি উপলক্ষে পথনাট্যোৎসবের উদ্বোধনী পর্ব।

পরে নবশিখা নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি ধ্রুবজ্যোতি দে এর সভাপতিত্বে উৎসবের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রকিবুল হাসান রুমনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবশিখা নাট্যদলের নাট্যকর্মী শাহ শরীফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সাবেক পরিচালক ব্যারিস্টার মো. আরশ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অনিন্দম দত্ত চন্দন, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাহ আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-সভাপতি আফজাল আহমেদ, সাবেক সভাপতি অনুপ কুমার দে, সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, এটিএন বাংলা ইউকের সিলেট প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন নবশিখা নাট্যদলের দলনেতা ধ্রবজ্যোতি দে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দর্পণ থিয়েটার ও মৃত্তিকায় মহাকালের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। পরে আহমেদ বাবলুর রচনায় অরূপ বাউলের নির্দেশনায় ‘সুন্দরবন’ নাটক মঞ্চস্থ করেন নগরনাট। রুমেল রহমানের রচনায় ও দেবদাস চক্রবর্তীর নির্দেশনায় ‘ব্ল্যাড টেস্ট’ নাটক মঞ্চস্থ করে থিয়েটার মুরারীচাঁদ। মো. এনামুল হকের রচনায় ও শাহ শরীফ উদ্দিনের নির্দেশনায় সর্বশেষ ‘বাউলিয়ানা, নাটক মঞ্চস্থ করে নবশিখা নাট্যদল।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.