Sylhet Today 24 PRINT

কবর থেকে তোলা হবে শিল্পী সালভাদর দালির দেহ

অনলাইন ডেস্ক  |  ২৭ জুন, ২০১৭

নিজের মাথার ভাস্কর্যের সামনে সালভাদর দালি

বিখ্যাত পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালির দেহাবশেষ কবর থেকে তুলে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন মাদ্রিদের এক আদালতের বিচারক।

এর কারণ, ১৯৫৬ সালের জন্মানো এক মহিলা এক মামলায় দাবি করেছেন সালভাদর দালিই তার পিতা, কারণ তার জন্মের আগের বছর অর্থাৎ ১৯৫৫ সালে তার মা'র সাথে সেই বিখ্যাত শিল্পীর গোপন প্রণয়ের সম্পর্ক ছিল।

মহিলাটির মা সে সময় একজন গৃহপরিচারিকা ছিলেন। 

দালির মৃতদেহ কবে কবর থেকে তোলা হবে তার কোন তারিখ ঠিক হয় নি। তবে এটা জুলাই মাসেও হতে পারে।

সালভাদর দালি ১৯৮৯ সালে ৮৫ বছর বয়েসে স্পেনে মারা যান।

মামলাকারী মহিলাটির নাম মারিয়া পিলার আবেল মার্টিনেজ। তার জন্ম জিরোনাতে। তিনি প্রথম এই পিতৃত্বের দাবি করেন ২০১৫ সালে।

তিনি বলেন, তার মা আন্তোনিয়া কাদাকুয়েস-এর একটি পরিবারে কাজ করতেন। তাদের পাশের বাড়িটিতেই থাকতেন সালভাদর দালি।

১৯৫৫ সালে তিনি ওই কাজ ছেড়ে দিয়ে আরেক শহরে গিয়ে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন।

কিন্তু মিজ মার্টিনেজ বলছেন, তার মা তাকে অনেকবার বলেছেন যে তার আসল বাবা হচ্ছেন সালভাদর দালি। অন্যান্য লোকের সামনেও তিনি এ কথা বলেছেন।

এল মুন্ডো নামের এক পত্রিকাকে মিজ মার্টিনেজ বলেন - "সালভাদর দালির শুধু একটি জিনিসই আমার নেই - তা হলো তার গোঁফ।"

তার মায়ের সাথে কথিত ওই প্রেমের সময় সালভাদর দালি বিবাহিত ছিলেন।

তার স্ত্রী এবং মডেলের নাম গালা - আসল নাম এলেনা ইভনোভনা দিয়াকোনোভা। তাদের কোন সন্তান ছিল না।

মিজ মার্টিনেজের এর আগে দুবার পিতৃত্বের পরীক্ষা হয়েছিল কিন্তু তার কোন ফলাফল তিনি পান নি।

পরীক্ষায় যদি প্রমাণ হয় যে তিনি সালভাদর দালিরই সন্তান, তাহলে তিনি চাইলে দালির পদবী ব্যবহার করতে এবং দালির সম্পত্তির অংশ পেতে পারবেন।

খবরঃ বিবিসি বাংলা। 

বিখ্যাত পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালির দেহাবশেষ কবর থেকে তুলে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন মাদ্রিদের এক আদালতের বিচারক।

এর কারণ , ১৯৫৬ সালের জন্মানো এক মহিলা এক মামলায় দাবি করেছেন সালভাদর দালিই তার পিতা, কারণ তার জন্মের আগের বছর অর্থাৎ ১৯৫৫ সালে তার মা'র সাথে সেই বিখ্যাত শিল্পীর গোপন প্রণয়ের সম্পর্ক ছিল।

মহিলাটির মা সে সময় একজন গৃহপরিচারিকা ছিলেন।

দালির মৃতদেহ কবে কবর থেকে তোলা হবে তার কোন তারিখ ঠিক হয় নি। তবে এটা জুলাই মাসেও হতে পারে।

স্পেনছবির কপিরাইটEPAImage captionআবেল মার্টিনেজ (ডানে), ও সালভাদর দালি

সালভাদর দালি ১৯৮৯ সালে ৮৫ বছর বয়েসে স্পেনে মারা যান।

মামলাকারী মহিলাটির নাম মারিয়া পিলার আবেল মার্টিনেজ - তার জন্ম জিরোনাতে। তিনি প্রথম এই পিতৃত্বের দাবি করেন ২০১৫ সালে।

তিনি বলেন, তার মা আন্তোনিয়া কাদাকুয়েস-এর একটি পরিবারে কাজ করতেন। তাদের পাশের বাড়িটিতেই থাকতেন সালভাদর দালি।

১৯৫৫ সালে তিনি ওই কাজ ছেড়ে দিয়ে আরেক শহরে গিয়ে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন।

কিন্তু মিজ মার্টিনেজ বলছেন, তার মা তাকে অনেকবার বলেছেন যে তার আসল বাবা হচ্ছেন সালভাদর দালি। অন্যান্য লোকের সামনেও তিনি এ কথা বলেছেন।

স্পেনছবির কপিরাইটKEYSTONEImage captionনিজের মাথার ভাস্কর্যের সামনে সালভাদর দালি

এল মুন্ডো নামের এক পত্রিকাকে মিজ মার্টিনেজ বলেন - "সালভাদর দালির শুধু একটি জিনিসই আমার নেই - তা হলো তার গোঁফ।"

তার মায়ের সাথে কথিত ওই প্রেমের সময় সালভাদর দালি বিবাহিত ছিলেন।

তার স্ত্রী এবং মডেলের নাম গালা - আসল নাম এলেনা ইভনোভনা দিয়াকোনোভা। তাদের কোন সন্তান ছিল না।

স্পেনছবির কপিরাইটBARHAMImage captionসালভাদর দালি ও তার স্ত্রী গালা

মিজ মার্টিনেজের এর আগে দুবার পিতৃত্বের পরীক্ষা হয়েছিল কিন্তু তার কোন ফলাফল তিনি পান নি।

পরীক্ষায় যদি প্রমাণ হয় যে তিনি সালভাদর দালিরই সন্তান, তাহলে তিনি চাইলে দালির পদবী ব্যবহার করতে এবং দালির সম্পত্তির অংশ পেতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.