Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ মণিপুরী থিয়েটারে ‘শ্রীকৃষ্ণ কীর্ত্তন’ নাটক মঞ্চস্থ

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১৭ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা মণিপুরী থিয়েটারের নিজস্ব স্টুডিও নটমন্ডপে মঞ্চস্থ হলো থিয়েটারের ৩১তম প্রযোজনা নাটক শ্রীকৃষ্ণ কীর্ত্তন। মণিপুরী থিয়েটারের আজীবন পৃষ্ঠপোষক প্রয়াত শিক্ষাবিদ লালমোহন সিংহের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজনটি করা হয়।

বুধবার রাতে বিপুল সংখ্যক দর্শক শ্রোতা রাত প্রায় ১১টা পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন। বড়ু চন্ডীদাসের পালাকাব্য অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা সমীর। এখানে রাধা চরিত্রে অভিনয় করেন জ্যোতি সিনহা, কৃষ্ণ চরিত্রে স্মৃতি সিনহা, বড়াই চরিত্রে অরুণা সিনহা।

এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেন সুজলা সিনহা, প্রিয়াংকা সিনহা, শ্যামলী সিনহা, অনামিকা চ্যাটার্জি। নেপথ্য কুশীলবদের মধ্যে ছিলেন- সঙ্গীতে শর্মিলা সিনহা, বাদ্যে বিধান চন্দ্র সিংহ, উজ্জ্বল সিংহ, সুশান্ত সিংহ ও অঞ্জনা সিনহা।

নাটক মঞ্চায়ন ও লালমোহন সিংহ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।

মণিপুরী সাহিত্য পত্রিকা পৌরি’র সম্পাদক সুশীল কুমার সিংহের সঞ্চালনায় আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী থিয়েটারের প্রতিষ্ঠাতা কবি ও নাট্যকার শুভাশিস সিনহা সমীর। আলোচনায় অংশ নেন, কথাসাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, লেখক ও গবেষক আহমদ সিরাজ, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামা কান্ত সিংহ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম, মৌলভীবাজার পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. আফজল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর সাজেদুল কবীর, বিটিভির জেলা প্রতিনিধি হাসনাত কামাল, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুর রব, অধ্যাপক করি শাহাজান মানিক ও কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষাবিদ লালমোহন সিংহের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

মণিপুরি থিয়েটারের সাধারণ সম্পাদক জ্যোতি সিনহা বলেন, ‘লালমোহন সিংহ আমাদের থিয়েটারের আজন্ম পৃষ্ঠপোষক। মণিপুরি থিয়েটারের দুই দশকের কর্মযজ্ঞের অন্যতম প্রেরণা তিনি। ২০১২ সালে লালমোহন সিংহ তার বসতভিটার কিছু অংশ মণিপুরি থিয়েটারকে দান করেছেন। সেখানেই গড়ে উঠেছে আমাদের নিজস্ব স্টুডিও ‘নটমন্ডপ’। বাংলাদেশের প্রথম গ্রামীণ স্টুডিও মণিপুরী থিয়েটার। প্রয়াত লালমোহন সিংহকে নিবেদন করে আমাদের এই আয়োজন।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.