Sylhet Today 24 PRINT

‘আমারে দেবো না ভুলিতে’

হবিগঞ্জ প্রতিনিধি  |  ৩১ আগস্ট, ২০১৭

“আমারে দেবো না ভুলিতে” শিরোনামে হবিগঞ্জে পালিত হল প্রেম সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৪১ তম প্রয়াণ দিবস।

সুসজ্জিত মঞ্চে কবিতা পত্রসাহিত্য আর গানের মাধ্যমে চমৎকার পরিবেশনা ছিল চারুকন্ঠের শিল্পীদের।

“গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান।” “একি অপরূপ রূপে মা তোমার হেরি গো পল্লী জননী”, “আজ সৃষ্টি সুখের উল্লাসে”সহ নজরুলের গান ও কবিতায় ভরপুর অনুষ্ঠানে দর্শকদের নন্দিত হয় গৌরি রায়ের কন্ঠে ফজিলাতুন্নেসা কে নিয়ে কাজী মোতাহের হোসেনের কাছে লেখা নজরুলের চিঠিপাঠ।

বুধবার সুরবিতান ললিতকলা একাডেমীতে নজরুল একাডেমীর আয়োজনে ছিল চারুকন্ঠের পরিবেশনা।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা স্মরণে ১ মিনিট শোক প্রকাশ করা হয়। প্রথম পর্ব শুরু হয় নমঃ নমঃ নমো কবিতার মাধ্যমে। তারপর কবিতা, পত্র পাঠ ও গানের মাধ্যমে অনুষ্ঠান চলমান থাকে।

২য় পর্বে হয় অনুভূতি ব্যাক্ত করেন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জেরজেলা প্রশাসক মনীষ চাকমা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খুব গর্ববোধ করেন। তিনি বলেন, এমন সাজসজ্জা ও গোছানো অনুষ্ঠান জাতীয় পর্যায়ে দেখা যায়। হবিগঞ্জে আসার পর এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে খুব গর্ববোধ করছি।

হবিগঞ্জ নজরুল একাডেমির সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপত্বি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক (উপ-সচিব) শফিউল আলম, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, ডাঃ জমির আলী প্রমুখ।

গৌরি রায়ের পরিচালনায় পরিবেশনায় ছিল চারুকন্ঠের একঝাঁক তরুন শিল্পী। মঞ্চ সজ্জায় ছিলেন নারায়ন রায় ও অজয় রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.