Sylhet Today 24 PRINT

অভিজিৎ রায়কে নিয়ে গান লিখলেন কবীর সুমন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মে, ২০১৫

বিজ্ঞান লেখক, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায় ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে জঙ্গি মৌলবাদীদের চাপাতির কোপে নিহত হন। তাঁর মৃত্যুতে দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবীর সুমন গান লিখেছেন। শনিবার (২৩ মে) গানটিসহ ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সুমনের এই গানে অভিজিৎ রায় এবং তার আহত স্ত্রী রাফিদা আহমেদ বন্যার কথা উল্লেখ রয়েছে।

তিনি পোস্টে লিখেন অভিজিৎ রায়ের ব্লগ তিনি কখনও পড়েন নি। যারা তাঁকে মেরেছে তারা দুর্ভাগা। সারা দুনিয়া আজ নানান ধরণের দুর্ভাগার কবলে। এই কারণেই আজ বিশ্বে বীরের অনেক প্রয়োজন।

‘মোহান্ধদের নানান সমস্যার একটা হলো তারা বুঝতে পারে না অভিজিৎ রায়ের রক্ত থেকে আরও অভিজিৎ সৃষ্টি হয়,’ উল্লেখ করেন তিনি।

সুমন প্রশ্ন করেন, যারা অভিজৎ রায়কে মারলো তারা কি ইসলামের প্রতিনিধি? যে হিন্দুত্ববাদীরা কিছু বছর আগে অস্ট্রেলিয় যাজক গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন্স তাঁর দুই ছেলেকে পুড়িয়ে মেরেছিল তারা কি হিন্দুধর্মের প্রতিনিধি?

কবীর সুমনের ফেসবুক স্ট্যাটাস সিলেটটুডে পাঠকদের উদ্দেশে তুলে দেওয়া হলো:

অভিজিৎ রায়ের ব্লগ আমি কখনও পড়িনি।তাঁকে যারা মারল তারা দুর্ভাগা। সারা দুনিয়া আজ নানান ধরণের দুর্ভাগার কবলে, ফলে বীরের প্রয়োজন আছে।

অভিজিৎ রায় আমার বিরুদ্ধেও মত ব্যক্ত করেছিলেন যদিও তিনি আমার কিছুই জানতেন না চিনতেন না আমায়। বেশ করেছিলেন তিনি। যাঁরা যাঁরা একই কাজ করেছেন করে চলেছেন করবেন, বেশ করেছেন করে চলেছেন করবেন।

মোহান্ধদের নানান সমস্যার একটা হলো তারা বুঝতে পারে না অভিজিৎ রায়ের রক্ত থেকে আরও অভিজিৎ সৃষ্টি হয়।

যারা অভিজৎ রায়কে মারল তারা কি ইসলামের প্রতিনিধি? যে হিন্দুত্ববাদীরা কিছু বছর আগে অস্ট্রেলিয় যাজক গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন্স্ ও তাঁর দুই ছেলেকে পুড়িয়ে মেরেছিল তারা কি হিন্দুধর্মের প্রতিনিধি?

পথ দেখাও হে নবীন বসন্ত আমার
যে-মেয়েটির আঙুল খোয়া গেল
তাঁর বিচ্ছিন্ন আঙুলের কসম
আমি মুসলমান
আমি অভিজিৎ রায়ের পক্ষে
তাঁর স্ত্রীর পক্ষে
আমি বুড়ো
এককালে লাতিন আমেরিকান গেরিলারা যা শিখিয়েছিলেন
তা আর হুবহু করতে পারব না
তবুও
গুরুর শিক্ষা মানুষ ভোলে না
খেয়াল গানের দস্তুর যেমন ভুলব না তেমনি
খালি হাতে কিছুক্ষণ লড়ে গিয়ে অন্তত একটাকে সাবাড় করার দস্তুরও না
হে নবীন বসন্ত
আমায় পথ দেখাও।।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.