Sylhet Today 24 PRINT

থিয়েটার মুরারিচাঁদের নাটক কাবুলিওয়ালা মঞ্চস্থ

এমসি কলেজ প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০১৭

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৩৪বছর পূর্তিতে পথনাটক ও পাঠাভিনয়ে উৎসবে অংশ নিয়েছে ঐতিহ্যবাহী এমসি কলেজের সংগঠন 'থিয়েটার মুরারিচাঁদ'।

বুধবার বিকাল ৪টায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মিলিত নাট্য পরিষদের উৎসবের র্যালীতে অংশগ্রহনের করে থিয়েটার মুরারিচাঁদ।

সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় নাট্য পরিষদের ৩৪তম প্রতিষ্টাবার্ষিকীর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

কবি নজরুল অডিটোরায়মের মুক্ত প্রাঙ্গনে পথনাটকের পূর্বে 'নারী'র কোরিওগ্রাফী করেন থিয়েটার মুরারিচাঁদ সদস্য ফাহমিদা এলাহী বৃষ্টি, সামিয়া শিমু ও আখি দেব।

সন্ধ্যা ৬ টায় রবীন্দ্রনাথের নাটক 'কাবুলিওয়ালা' মঞ্চস্থ হয় মুক্ত প্রাঙ্গনে, থিয়েটার মুরারিচাঁদের ত্রয়োদশ প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কাবুলিওয়ালা'র নাট্যরূপ নির্দেশনায় ছিলেন গোলাম মাহদি।

নাটকটি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মঞ্চস্থ হবার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো মঞ্চস্থ হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.