Sylhet Today 24 PRINT

থিয়েটার সিলেটের ‘একটি দীর্ঘশ্বাসের ডালপালা’ শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৭

থিয়েটার সিলেট মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘একটি দীর্ঘশ্বাসের ডালপালা’।

শুক্রবার (২০ অক্টোবর) শুক্রবার, সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রদর্শনী মঞ্চস্থ হবে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে।

লোকটা অথর্ব নয়, কাজ করতে পারে। সর্পিলাকৃতির হাত-পা নিয়ে পৃথিবীতে ঠিকে থাকার আমরণ চেষ্টা করে যায়। পরান্নমুখিতায় বড়ো ঘৃণা তার। চাঁদ জোছনার খুনসুটির মতো আপন সংসারে অনাস্বাদিত সুখ খুঁজে বেড়ায়। যে সুখ মায়াহরিণীর  মতো পলকেই আড়াল হয়ে যায়; এর বড়ো কাঙাল লোকটা। এই সমাজ এই দেশের মানুষ তাকে বড়ো পোড়ায়।

এ এক বিকলাঙ্গ মানুষের সুখদুঃখের করুণ ইতিহাস। সমাজের তীক্ষ্ম হুল যাকে রক্তাক্ত করে দেয় জন্মাবধি, সে চায় না বংশ পরম্পরায় তার মতো তার সন্তান উপেক্ষিত হোক। তাই আপন দুগ্ধপোষ্য সন্তানকে খুন করে উন্মাদ হয়। প্রলাপ করে। এ-খুনের দায় স্বীকার করে আবার করে না।   

মুহূর্তের একটা দীর্ঘশ্বাস আপনার ভিতরে ডালপালা ছড়িয়ে দিতে পারে। নাসরীন জানানের গল্প অবলম্বনে সুফি সুফিয়ানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কামরুল হক জুয়েল।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল হক জুয়েল, সুতপা বিশ্বাস পল্লবী, গোলাম মাহদি, মিনহাজুল আবেদীন সৌরভ, হাবিবুর রহমান রাব্বি, বাহাউদ্দিন নাসিম, সুপান্ত রায় শুভ, আবদুল্লাহ আশরাফ সাদ প্রমুখ।

নাটকের আবহসংগীত করেছেন রাফি ইসলাম। সেট জিজাইন করেছেন মুমেনা চৌধুরী ঝুমা রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.