Sylhet Today 24 PRINT

‘নারীপুরাণ’ নিয়ে শতভিষা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০১৭

আত্মপ্রকাশ করলো নারীদের নিয়ে সংস্কৃতিক সংগঠন 'শতভিষা'। শুক্রবার  সন্ধ্যায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে 'নারীপুরাণ' নাটকের মঞ্চায়নের মাধ্যমে এ সংগঠন যাত্রা শুরু করে।

সন্ধ্যা ৭টায় হলভর্তি দর্শক নিয়ে মঞ্চায়িত হয় 'নারীপুরান'। নারীদের বঞ্চনা, সংগ্রাম আর প্রতিরোধের কাহিনী 'নারীপুরাণ' -এর রচনা ও নির্দেশনায় ছিলেন মুস্তাক আহমদ। নারীজাগরণের আহবান জানানোর মধ্যদিয়ে নাটকের সমাপ্তি ঘটে।

নাটক শেষে শতভিষাকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।

নাটকের পূর্বে সংক্ষিত শুভেচ্ছাকথন পর্বে শতভিষার লগো উন্মোচন করেন প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাস। এসময় শতভিষার এই যাত্রার শুভকামনা জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- নাট্যকার রুমা মোদক, নাট্য নির্দেশক জয়িতা মহলা নবীশ, ক্রিড়াবীদ মারিয়ান চৌধুরী মাম্মি।

নাটকের আলোক পরিকল্পনা ছিলেন- চম্পক সরকার, আলোক প্রক্ষেপন করেন- তিথি খান পিয়া আর আবহ সঙ্গীতে ছিলেন- কমলজিৎ শাওন।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রীমা দাস, ফাল্গুনী অাঁখী, সাইমা শাহিদ, পরাগরেনু দেব তমা, পল্লবী দাস, রোহেনা দীপু, লিপি মোদক, পলি দে, শিমুল আক্তার।

জেল হত্যা দিবসে নিহত জাতীয় চার নেতার স্মরণে শতভিষা'র আত্মপ্রকাশ উৎসবটি উৎসর্গ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.