Sylhet Today 24 PRINT

সঞ্জীব চৌধুরীর মৃত্যুদিনে নগরনাট’র ‘কালাপাখি’

নিজস্ব প্রতিবেদক |  ২০ নভেম্বর, ২০১৭

অকাল প্রয়াত সঙ্গীতশিল্পী সঞ্জীব চৌধুরীর মৃত্যুদিনে সিলেটে ‘কালাপাখি’ শিরোনামে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে নাট্যসংগঠন নগরনাট। রোববার সন্ধ্যায় নগরীর রিকাবীবাজারে সংগঠনের মহড়া কক্ষে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গানে গানে স্মরণ করা হয় সঞ্জীব চৌধুরীকে।

অনুষ্ঠানে নগরনাটের শিল্পীরা সঞ্জীব চৌধুরী বিভিন্ন গান গেয়ে শোনান। 'তোমার ভাজ খোলো আনন্দ দেখাও', 'তোমার বাড়ির রঙের মেলায়', 'রিকশা কেনো আস্তে চলে না', 'আমি তোমাকেই বলে দেবো', ‘সাদা ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে’, 'আমার বয়স হলো সাতাশ', 'হাওয়া', 'ধুলো ভাটিয়ালি' 'স্বপ্নের কথা' প্রভৃতি গান পরিবেশন করেন শিল্পীরা।

অরুপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী, রুপন রুপু, নাঈম বিন আতিকসহ নগরানটের শিল্পীরা এসব গান পরিবেশন করেন।

গানের ফাঁকে ফাঁকে সঞ্জীব চৌধুরীকে নিয়ে কথা বলেন দেবাশীষ দেবু, প্রত্যুষ তালুকদার ও রাজীব রাসেল।

প্রসঙ্গত, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন শিল্পী-সাংবাদিক সঞ্জীব চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.