Sylhet Today 24 PRINT

২৬ ডিসেম্বর থেকে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

পুরনো ছবি

রাজধানী ধানমণ্ডি আবাহনী মাঠে আগামী ২৬ ডিসেম্বর থেকে ষষ্ঠবারের মতো শুরু হতে যাচ্ছে পাঁচদিনের বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব।

রোববার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এ সময় উচ্চাঙ্গ সংগীতের কর্মপদ্ধতিও জানানো হয়।

বাংলাদেশের সমৃদ্ধ শাস্ত্রীয়সংগীতের ঐতিহ্য পুনরুদ্ধার এবং একই সঙ্গে শ্রোতা ও শিল্পী সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রতিবারের মতো এবারও উৎসবটির আয়োজন করছে বেঙ্গল ফাউন্ডেশন। এবারের উৎসব ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে উৎসর্গ করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।

উৎসবে উপমহাদেশের প্রখ্যাত সংগীত সাধকদের সঙ্গে থাকছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ও নৃত্য শিল্পীরা।

এ বিষয়ে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, এটা একটা জাতীয় উৎসব, মানুষের উৎসব।

এ সময় উৎসবের জন্য জায়গা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান।

আগামী ১৮ ডিসম্বের থেকে সীমিত সময়ের জন্য অনলাইন নিবন্ধনের মাধ্যমে শ্রোতারা  বিনামূল্যে আয়োজনটি উপভোগ করতে পারবেন। উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.