Sylhet Today 24 PRINT

শ্রুতি’র দিনব্যাপী বর্ণাঢ্য আবৃত্তি উৎসব সোমবার

সিলেটটুডে ডেস্ক  |  ২২ ডিসেম্বর, ২০১৭

আধুনিক কালে বাংলা ভাষায় আবৃত্তি নবতর প্রসার ঘটে বিশ শতকের গোড়ার দিকে। প্রাচীনকাল থেকে আবৃত্তির শুরু পাঠ ও পঠনে। রবীন্দ্র কবিতার আবৃত্তি দিয়েই মূলত আধুনিক আবৃত্তি চর্চার শুরু । আবৃত্তি সব শাস্ত্রের বোধর চেয়ে গৌরবের।

বিজয়ের মাসে “শাণিত  হোক   প্রাণিত  হোক   সত্য   শব্দ   কবিতা” শিরোনামে আগামী ২৫ ডিসেম্বর (সোমবার) সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গনে সকাল ১০ টায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট আয়োজন করেছে আবৃত্তি উৎসব ১৪২৪ বাংলা।

উৎসব উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ আমাতুল কিবরীয়া কেয়া চৌধুরী।  এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পীবৃন্দ।

দিনব্যাপী আয়োজন মালায় থাকবে শতকন্ঠে আবৃত্তি, সম্মেলক পরিবেশনা, একক পরিবেশনা, নৃত্য, মঙল ঢাক,কবি কন্ঠে কবিতা,আনন্দ আড্ডা,আবৃত্তিমেলা এবং  আবৃত্তি প্রতিযোগিতা। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বিষয় ও বিভাগ ভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা। একক আবৃত্তি পরিবেশন করবেন বরেণ্য আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম, ফারজানা করিম,জয়দেব সাহা,আহসান উল্লাহ তমাল,তামান্না ডেইজী আরো উপস্থিত আবৃত্তি পরিবেশন করবেন সিলেটের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী শামীমা চৌধুরী,জ্যোতি ভট্টাচার্য্য,নন্দীতা দত্ত এবং নাজমা পারভীন । সমবেত আবৃত্তি পরিবেশন করবে চারুবাক, দ্বৈতস্বর, মৃত্তিকায় মহাকাল, ছন্দনৃত্যালয়, পাঠশালা। কবিকন্ঠে কবিতা পর্বে অংশ নেবেন কবি শেরাম নিরঞ্জন, কবি শামসুল আলম সেলিম,কবি কাসমির রেজা প্রমুখ। দিনব্যাপী আয়োজনে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।

আবৃত্তি প্রতিযোগিতায় নাম অন্তর্ভুক্তি এবং শতকন্ঠে আবৃত্তিতে অংশ নেয়ার জন্য- ০১৭১৭৬৭৪৩১০,০১৭৩৫০২৪২০৫ শতকন্ঠে আবৃত্তিতে অংশ নিতে এস.এম.এস  করতে হবে নাম, স্কুলের নাম, শ্রেণী সহ এই নাম্বারে- ০১৬১৫০২৪২০৫

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.