Sylhet Today 24 PRINT

সিলেটে ‘গহীন বালুচর’ প্রদর্শনীতে দর্শকদের উপচে পড়া ভিড়

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট চলচ্চিত্র সংসদের আয়োজনে সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘গহীন বালুচর’ এর দুইদিনব্যাপী প্রদর্শনীর প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে চলচ্চিত্রটি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চলচ্চিত্র প্রথম দিনের ৩টি শোতেই ব্যাপক দর্শক সমাগম দেখা যায় নগরের রিকাবীবাজারস্ত কবি নজরুল অডিটোরিয়ামে।

সিলেটে চলচ্চিত্রটি নিয়ে শুক্রবার সন্ধ্যায় দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সিলেট চলচ্চিত্র সংসদের মুখ্য সমন্বয়কারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীরের স্বাগত বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন দেশের চলচ্চিত্রটির পরিচালক খ্যাতিমান নির্মাতা বদরুল আনাম সৌদ, কিংবদন্তি অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তফা ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমে মিশু। অনুষ্ঠান সঞ্চলনা করেন সিলেট চলচ্চিত্র সংসদ সমন্বয়কারী রজত কান্তি গুপ্ত।

শনিবার ( ১০ ফেব্রুয়ারি) চলচ্চিত্র প্রদর্শনীর ২য় ও শেষ দিনে দর্শকদের অনুরোধে আরেকটি প্রদর্শনী বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বেলা ১২টায় প্রথম প্রদর্শনী হবে পাশাপাশি বেলা ৩টায়. সন্ধ্যা ৬টায় এবং রাত ৮টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে 'গহীন বালুচর'।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.