Sylhet Today 24 PRINT

সিলেটে নাট্য প্রদর্শনী: ৩য় দিনে নাটক ‘বধ্যভূমিতে শেষ দৃশ্য’ মঞ্চস্থ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর তৃতীয় দিনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘বধ্যভূমিতে শেষ দৃশ্য’।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ করে নাট্যমঞ্চ সিলেট।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত নাট্যমঞ্চ সিলেট এর প্রযোজনায় নাটক 'বধ্যভূমিতে শেষ দৃশ্য' রচনা করেছেন কাজী মাহমুদুর রহমান ও নির্দেশনা দিয়েছেন রজত কান্তি গুপ্ত।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কনক আচার্য্য, স্বর্ণা ব্যানার্জী ও সাহিদা বিনতে হাসান, রজতকান্তি গুপ্ত, মরিয়ম নুসরাত টুম্পা, মুহিতুর রহমান রনি, ইয়ামিন ওসমান, অনুভব বাপ্পু, মাহমুদ হাসান, বাপ্পি কুমার মজুমদার, ইমরান ওসমান, কাজী শফিউল আলম ইমন, এ.এম. মামুন-অর-রাফি, জান্নাতুল নওশীন আভা, জাহিদ হাসান শুভ, কাজী মুহাম্মদ শাহজাহান, আবু জাহিদ ভূঁইয়া, মো. শফিকুল ইসলাম, শরিফ উদ্দিন, জয়নাল আহমেদ, আব্দুল আজিজ, মনজুর রহমান মো. তামজিদ, এস. এম সাদিক, খোশনুর আক্তার মৌমী, তাহেরা বেগম চৌধুরী, মাহমুদুল হাসান খাঁন মাহী, আবু কায়সার, মাহদি হাসান ও শাহ তাহমিন সাকিব প্রমুখ।

বধ্যভূমিতে শেষ দৃশ্য নাটকটিতে একাত্তরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের শত সহস্ত্র বধ্যভূমির কথা বলা হয়েছে। নাটকে গল্লামারী বধ্যভূমির নৃশংসতার চিত্র ফুটে উঠেছে যা নিরস্ত্র মুক্তিকামী বাঙালীর উপর পাকিস্তানীদের বর্বরতার একটি চিত্র। কাহিনীর চরিত্র কিংবা পাত্র-পাত্রী শুধুমাত্র কল্পনা বিলাসের জন্য নয়, ওরা ছিল একাত্তরের যুদ্ধ সময়ের ঘটনার প্রতিচ্ছবি। নাটকে বর্বর পাকসেনারা কিভাবে নির্যাতন চালিয়ে কয়েক জন মানুষের স্বপ্ন ও মুক্তির চিন্তাকে হত্যা করে তা ফুটে উঠেছে। নাটকে নৃশংসতায় অন্ধ বন্দি সুজা অন্য বন্দিদের মাঝে খুঁজে পায়তার স্বপ্নের মেয়েটিকে। যাকে সে বিদেশে থাকাকালীন সময়ে মায়ের পাঠানো ছবিতে দেখেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি গল্লামারী বধ্যভূমিতে তার স্বপ্নের সেই মেয়েটি তাঁর কাছে অন্যদের মতই বন্দি, সে তাকে দেখতে পারছে না। বন্দি মেয়েটিকে তাঁর স্বপ্ন আর মেয়েটি নিয়ে মায়ের পাঠানো ছবির কল্পনার কথা বলতে গিয়ে শেষ মূহুর্তে জানতে পারে তাঁর সমস্ত ভালবাসা, বন্দি মেয়েটিকে নিয়ে।

পাকিস্তানি সুবেদারের কুট কৌশলে নাটকের এক পর্যায়ে সকল বন্দিদের ছেড়ে দেওয়ার শর্ত দেওয়া হয়, এই বলে যদি বন্দি সুজা নিজের হাতে তার স্বপ্নের মেয়েটিকে হত্যা করে। সুজা শর্তে রাজি না হলেও মেয়েটি তার জীবনের লজ্জা, ঘৃণা ও অপমানের কথা সুজাকে স্মরণ করিয়ে দেয় এই বলে সে এই নরপশু নয়, সুজার হাতেই নিজের জীবনের মুক্তি চায়। শেষ দৃশ্যে সুজা পাকিস্তানি সুবেদারের কুট কৌশলের প্রতিশোধ নেয়। কিন্তু শেষ পর্যন্ত অন্যান্য বর্বর পাকসেনারা সুজাসহ সকলকেই হত্যা করে গল্লামারিতে। এ রকম মুক্তিযুদ্ধের সময়ে ভয়াবহ দিনগুলোকে ‘বধ্যভূমিতে শেষ দৃশ্য’ নাটকের মধ্য দিয়ে স্মরণ করিয়ে দেয়।

বারো দিনব্যাপী শুরু হওয়া নাট্য প্রদর্শনী ৫ মার্চ পর্যন্ত কবি নজরুল অডিটোরিয়ামে চলবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) নান্দিক নাট্যদল সিলেট মঞ্চস্থ করবে নাটক ‘হাসনরাজা’। নাটকটি রচনা করেছেন মোস্তাক আহমদ ও নির্দেশনা দিয়েছেন আমিরুল ইসলাম বাবু। মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে মঞ্চস্থ নাটকসমূহ উপভোগ করার জন্য সবার প্রতি আমন্ত্রণ জানান আয়োজকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.