Sylhet Today 24 PRINT

সিলেটে ‘দুই বাংলা নাট্য উৎসব’ শুরু হচ্ছে সোমবার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মার্চ, ২০১৮

‘ফাগুন দিনের ডাক, দুই বাংলার ঝড়ো সংলাপে আঁধার দূরে মিলাক’- এমন আহ্বানে সিলেটে ‘দুই বাংলা নাট্য উৎসব’ শুরু হচ্ছে সোমবার।

সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা ও সিলেট সিক্সার্সের বিশেষ সহযোগিতায় সপ্তাহব্যাপী এই নাট্য উৎসবের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। নাট্য উৎসবে দুই বাংলার ৭টি নাট্যদল অংশ নেবে। এতে ভারতের কলকাতার ৪টি এবং বাংলাদেশের ঢাকার ২টি ও সিলেটের ১টি নাট্যদল মঞ্চস্থ করবে তাদের পরিবেশনা।

সোমবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে দুই বাংলার নাট্যোৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত।

দুই বাংলার সংস্কৃতির আদান-প্রদান ও সিলেটের সাথে দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্দনের লক্ষ্যে এই নাট্যোৎসব আয়োজন করা হয়েছে। এই আয়োজনের ফলে সিলেটের নাট্যামোদী দর্শকরাও কলকাতা ও ঢাকার খ্যাতনামা নাট্যদলগুলোর নাটক দেখার সুযোগ পাবেন বলে জানান আয়োজকরা।

সপ্তাহব্যাপী এই নাট্য উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটক। ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে হল কাউন্টারে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী দর্শকরা।

উৎসবে যেসব নাটক প্রদর্শিত হবে, তার তালিকা নিচে উল্লেখ করা হলো-

১৯ মার্চ (সোমবার)
অল্টারনেটিভ লিভিং থিয়েটার, কলকাতা- প্রযোজনা
লংমার্চ
রচনা : প্রবীর গুহ
পরিচালনা ও সংগীত : শুভদীপ গুহ

২০ মার্চ (মঙ্গলবার)
অল্টারনেটিভ লিভিং থিয়েটার, কলকাতা- প্রযোজনা
তিতাস একটি নদীর নাম (অদৈত মল্ল বর্মণ এর উপন্যাস)
নাট্যরূপ ও নির্দেশনা : প্রবীর গুহ
সংগীত : শুভদীপ গুহ

২১ মার্চ (বুধবার)
ঢাকা থিয়েটার- প্রযোজনা
ধাবমান
রচনা : সেলিম আল দীন
নির্দেশনা : শিমুল ইউসুফ

২২ মার্চ (বৃহস্পতিবার)
দিগন্ত থিয়েটার, সিলেট- প্রযোজনা
প্যাজগী
রচনা : জে.বি.পি মলিয়র
অনুবাদ : অপু আমান
নির্দেশনা : দিবাকর সরকার শেখর

২৩ মার্চ (শুক্রবার)
কল্যানী নাট্য চর্চা কেন্দ্র, কলকাতা- প্রযোজনা
নূরল দীনের সারাজীবন
রচনা : সৈয়দ শামসুল হক
সম্পাদনা ও নির্দেশনা : কিশোর সেনগুপ্ত

২৪ মার্চ (শনিবার)
কল্যানী নাট্য চর্চা কেন্দ্র, কলকাতা- প্রযোজনা
ধ্রুবপুত্র (এক প্রেমসন্তপ্ত নগরীর মেঘবর্ষণের আখ্যান)
উপন্যাস : অমর মিত্র
নাট্যরূপ ও নির্দেশনা : কিশোর সেনগুপ্ত

২৫ মার্চ (রবিবার)
বটতলা, ঢাকা- প্রযোজনাক্র্যাচের কর্নেল
রচনা : শাহাদুজ্জামান
নাট্যরূপ : সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার
নির্দেশনা : মোহাম্মদ আলী হায়দার

দুই বাংলার এই নাট্যোৎসব সফল করতে সিলেটের সকল নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মী, নাট্যামোদী দর্শক ও প্রশাসন সহ সিলেটের সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.