Sylhet Today 24 PRINT

শনির চাঁদেও মিলেছে জলাশয়ের সন্ধান

নিউজ ডেস্ক |  ২৩ জুন, ২০১৫

পৃথিবী ছাড়াও মহাকাশে আরো একটি জায়গায় জলাশয়ের সন্ধান মিলেছে বলে দাবি করেছেন গবেষকরা। আর সেটি হচ্ছে শনির চাঁদ, অর্থাৎ, টাইটান।

সেখানে একাধিক জলাশয় ও সমুদ্র দেখা গেছে বলে জানানো হয়েছে খবরে।ক্যাসিনি স্পেসক্রাফ্ট ছবি তুলেছে সেই জলাশয়ের।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি(ইএসএ) বিষয়টি নিয়ে গবেষণা চালাচ্ছে। পৃথিবীর সঙ্গে এর বেশ কিছু মিল পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

ক্যাসিনি স্পেসক্রাফ্ট টাইটানজুড়ে কয়েকশ মাইল বিস্তৃত এবং কয়েকশ মিটার গভীর জলাশয় চিহ্নিত করেছে। এগুলোর শাখা প্রশাখাও রয়েছে, আছে নদীর মত খালও। আরো আছে বহু ছোট ছোট এবং অগভীর লেক। যেগুলোর আকৃতি গোলাকার এবং কিনারা খাড়া। ঠিক যেমনটি দেখা যায় সমতল এলাকায়।

নদীর সঙ্গে সংযোগ থাকার কারণে নয় বরং বৃষ্টিপাত এবং মাটির নিচের পানি দিয়ে এ সমস্ত জলাশয় ভরাট হয় বলে ধারণা বিজ্ঞানীদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.