সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০১৮ ১৬:৪৩

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তাক্ষরের আবৃত্তি অনুষ্ঠান বুধবার

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর ৯ মে বুধবার বিকেল ৫টায় নগরীর মেট্রোপলিটন কিন্ডারগার্টেনে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।

সোমবার (৭ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রোপলিটন কিন্ডারগার্টেন সিলেটের প্রিন্সিপাল মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডা. নুরুল আম্বিয়া।

মুক্তাক্ষরের এসএসসি পাস শিক্ষার্থীদের শুভেচ্ছা সহ আবৃত্তি অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর।

আপনার মন্তব্য

আলোচিত