Sylhet Today 24 PRINT

থিয়েটার একদল ফিনিক্সের নাটক ‘ধুম্রজাল’ মঞ্চস্থ

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০১৮

নবগঠিত নাট্যদল 'থিয়েটার একদল ফিনিক্স' মঞ্চস্থ করেছে তাদের প্রথম নাটক 'ধুম্রজাল'।

শুক্রবার (১১ মে) সন্ধ্যা ৭টায় শহরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ নাটক মঞ্চস্থ করা হয়।

নাটকের গল্পে ফুটে উঠেছে জঙ্গিবাদ সৃষ্টির কারণ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ। নাটকটিতে আরো ফুটে ওঠে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।

নাটকের শেষে নাট্যকর্মী সহ উপস্থিত দর্শকমহলের কণ্ঠে উচ্চারিত হয় 'জঙ্গিবাদ নিপাত যাক/মানবতার জয় হোক'। দেশকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক হামলা মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা।

এই নাটকটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ বলে জানান নাটকের নির্দেশক।

আবু বকর আল আমিনের রচনা ও নির্দেশনায় নাটকটিতে শব্দ নিয়ন্ত্রণে ছিলেন আবুল হাসনাত স্বপন এবং আলোক প্রক্ষেপণে মাহমুদুস সামাদ মারুফ।

উল্লেখ্য, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় আবহমান বাংলার গৌরবোজ্জ্বল সংস্কৃতি অন্বেষণ, ধারণ ও লালনের মধ্য দিয়ে সংস্কৃতি চর্চার লক্ষ্যে 'মননে সৃষ্টির নেশা' স্লোগান নিয়ে পহেলা বৈশাখ-১৪২৫ বঙ্গাব্দে যাত্রা শুরু করে 'থিয়েটার একদল ফিনিক্স'।

রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়র এ অনুষ্ঠানের আয়োজন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.