Sylhet Today 24 PRINT

গান, কবিতা ও নৃত্যে নগরীতে বর্ষাবরণ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০১৮

ঋতুচক্রের আবর্তনে এখন বর্ষাকাল। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষা আসে শান্তির পসরা নিয়ে। বৃষ্টির অবিরল ধারা জুড়িয়ে দেয় বাঙালির মনপ্রাণ। মাটি সিক্ত হয়, প্রকৃতিতে জাগে সবুজের হিল্লোল। কোমল বরিষণ যেন মানুষের মনের মাটিতেও আচঁড় কাটে এবং নতুন ভাবের জন্ম দেয়।

ঠিক এমনিই সময় গান, কবিতা ও নৃত্যে বর্ষা ঋতুকে বরণ করলো সিলেট জেলা শিল্পকলা একাডেমি। নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অজ (২৫ জুন) বিকাল ৫ টায় বর্ষাবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের সম্মানিত জেলা প্রশাসক নুমেরী জামান।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা সিলেটের সভাপতি অনিল কিষণ সিংহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও সিলেট ইলেকট্রনিক মিডিয়া এন্ড জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু।

আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী শাহী তাসনুভা ফাইরুজের উপস্থাপনায় বর্ষা ঋতুকে নিয়ে রচিত গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় মুখরিত ছিল পুরো আয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.