Sylhet Today 24 PRINT

রামকানাইগীতি প্রশিক্ষণ কর্মশালা ৩০ ও ৩১ আগস্ট

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৮

আগামী ৩০ ও ৩১ আগস্ট সিলেটে দুইদিনব্যাপী রামকানাইগীতি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

৩০আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৬টা এবং ৩১আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত নগরীর ক্বিনব্রিজ সংলগ্ন শারদা হলের ৩য় তলায় সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

আগামী ৫ সেপ্টেম্বর বরেণ্য সংগীতসাধক পণ্ডিত রামকানাই দাশের চতুর্থ প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সংগীত পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী রামকানাইগীতি কর্মশালার উদ্বোধন করবেন প্রবীণ লোক সংগীতশিল্পী সুষমা দাশ।

পণ্ডিত রামকানাই দাশের গুণগ্রাহী, ভক্তবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, শিষ্য-প্রশিষ্য ও সকল সংগীতশিল্পীদের এই কর্মশালায় অংশগ্রহণ করে আয়োজনটিকে সফল করার জন্য সংগীত পরিষদ সিলেটের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.