Sylhet Today 24 PRINT

কথাকলি সিলেটের পারফর্মিং আর্ট কর্মশালা শুরু ২১ অক্টোবর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৮

প্রাচীনতম নাট্য সংগঠন কথাকলি সিলেট পারফর্মিং আর্ট কর্মশালার আয়োজন করেছে। আবৃত্তি, সংবাদপাঠ, অনুষ্ঠান ঘোষণা, উপস্থাপনা, শ্রুতি নাটক ও প্রায়োগিক অভিনয় বিষয়ে ১৫ দিনব্যাপী এ কর্মশালা ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত কথাকলির মহড়া কক্ষ, সারদা স্মৃতি ভবন, সিলেট-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এপার-ওপার বাংলার প্রথিতযশা শিক্ষাবিদ, নাট্যজন ও বাচিক শিল্পীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিলেটে প্রথমবারের মত এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন মামুনুর রশীদ, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নিজাম উদ্দিন লস্কর ময়না, ড. আবুল ফতেহ ফাত্তাহ, হাসান আরিফ, ইশরাত নিশাত, অনন্ত হীরা, ড. জফির সেতু, শেখর দেব রায়, শুব্রত সম্ভু, সোহেল আনোয়ার, রাহুল আনন্দ ও কথাকলি সিলেট এর প্রশিক্ষকবৃন্দ।

স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চ নাটক, নাটকের অপরিহার্যতা, স্বরসাধন, স্বরপ্রক্ষেপন, আবৃত্তি নির্মাণ, আঙ্গিক ও বাচিক অভিনয়, উচ্চারণ, নাটকে সংগীতের ব্যবহার, মঞ্চে একক অভিনয়, প্রাচীন ও আধুনিক মঞ্চ নাটক, সিলেটের মঞ্চ নাটক, কবিতার বিবর্তন, মঞ্চ নাটকে আলোর ব্যবহার, মঞ্চ নির্মাণ, আবহ সংগীত, সংবাদপাঠ, অনুষ্ঠান ঘোষণা, উপস্থাপনা ইত্যাদি বিষয় কর্মশালার অন্তর্ভুক্ত থাকবে।

আগ্রহীদের ১৩ অক্টোবর পর্যন্ত লেটার বক্স, কথাকলির মহড়া কক্ষ, সারদা স্মৃতি ভবন, সিলেট-এ আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া কর্মশালা বিষয়ক যে কোন তথ্য জানার জন্য- ০১৭১১৮১৩৭৭০, ০১৬১০০০১৭০০, ০১৭১১৩৪৭৫৪৪, ০১৬১১৮১৩৮৪৬ নম্বরে যোগাযোগ করা যাবে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.