Sylhet Today 24 PRINT

জাহাঙ্গীরনগরে ‘অমৃতবর্ষিণী’র হেমন্ত উৎসব ৩০ অক্টোবর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৮

শিশির বিন্দু ঝরার টুপটাপ শব্দ আর মৃদু শীতলতা জানান দেয় ঋতু পরিবর্তনের খবর। প্রকৃতিতে নতুন আবহ। শরতের কাশফুলে চড়ে হেমন্ত আসে হিম কুয়াশার চাদর নিয়ে। হেমন্তের এই মৌনতাকে ছাপিয়ে বাংলার মানুষের জীবনে নবান্ন প্রবেশ করে জাগরণের গান হয়ে, মানুষের জীবনে এনে দেয় সার্বজনীন উৎসবের ছোঁয়া। বাঙালি সংস্কৃতিতে হেমন্তের এ শাশ্বত রূপ চিরকালীন।

এমন এক আবহেই “হে মালবিকা এই বসুন্ধরায়” শিরোনামে ‘অমৃতবর্ষিণী’ সংগীত বিদ্যায়তন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেমন্ত উৎসব পালন করতে যাচ্ছে।

গানের পসরা সাজিয়ে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ৩০ তারিখ সন্ধ্যা ৬টায় "হেমন্ত উৎসব" অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সংগীতশিল্পী লতিফুন জুলিও।

অনুষ্ঠানে আগ্রহীদের আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.