Sylhet Today 24 PRINT

সিলেটে মণিপুরি থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’ প্রদর্শণী আজ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ অক্টোবর, ২০১৮

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রথম বারেরমত আয়োজন করেছে বৈঠকি আবহে নাট্য প্রদর্শনী ও মুক্ত আলোচনা। আজ শনিবার আমন্ত্রিত দল হিসেবে নাট্য প্রদর্শনীতে অংশ নিবেন দেশের আলোচিত অন্যতম নাট্যদল মণিপুরি থিয়েটার।

সারদা হল সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর মহড়া কক্ষে সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় মণিপুরি থিয়েটারের সারাজাগানো নাটক “কহে বীরাঙ্গনা” প্রদর্শীত হবে। মাইকেল মধুসুদন দত্তের কাব্যকে সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা, নাটকে প্রদান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী জ্যোতি সিনহা। প্রতিটি প্রদর্শনীর পর নাট্য নির্দেশক ও অভিনেত্রী নাটক মঞ্চায়ন নিয়ে নাট্যকর্মী দশকের সাথে  মুক্ত আলোচনা করবেন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে নাট্য পরিষদের এই ব্যাতিক্রমি আয়োজনে  সিলেটের নাট্য কর্মীদের সার্বিক সহযোগীতা ও উপস্থিতি কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.