Sylhet Today 24 PRINT

কালিদাস অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার রহিম আব্দুর রহিম

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০১৯

নাট্যকার, নির্দেশক ও শিশু সংগঠক রহিম আব্দুর রহিম আন্তর্জাতিক কালিদাস অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন।

গত ৮ জানুয়ারি আসাম রাজ্যের বাকসা জেলার গড়েশ্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অল ইন্ডিয়া বহুজাতিক ভাষা-ভাষিক নাটক, নাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।

অল ইন্ডিয়ার জাতীয় অভিনয় শিল্প সংস্থা এবং আসামের তক্ষশীলা সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের এমপি বিশ্বজিৎ দাইমারী।

রহিম আব্দুর রহিমের হাতে আনুষ্ঠানিক পদক তুলে দেন অল ইন্ডিয়া জাতীয় শিল্প সংস্থার সভাপতি গিরিরাজ জামিনি।

রহিম আব্দুর রহিম পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের প্রতিষ্ঠাতা। তিনি তাঁর নাটকে অসাম্প্রদায়িক, মানবিক এবং পারস্পরিক বন্ধন স্থাপনের আবেদন তুলে আনায় তাঁকে এই বছর এই পদক দেওয়া হয়েছে। তিনি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের গলেহাহাট ফাযিল মাদ্রাসার বাংলা প্রভাষক হিসাবে কর্মরত।

আব্দুর রহিম একাধারে সাংবাদিক, কলামিস্ট ও নাট্যকার। এযাবৎ তার ২০টি নাটক এবং ৫০টির বেশি মুক্তিযুদ্ধ ভিত্তিক কোরিওগ্রাফ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পরিবেশিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.