Sylhet Today 24 PRINT

সিলেটে মঞ্চস্থ ‘নবাব সিরাজউদ্দৌলা’

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী স্বল্পদৈর্ঘ্য দেশীয় যাত্রাপালা নির্মাণ শীর্ষক কর্মসূচির আওতায় সিলেটে ‘নবাব সিরাজউদ্দৌলা’ মঞ্চস্থ হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি সিলেটের পরিবেশনায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ যাত্রাপালাটি মঞ্চস্থ হয়।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রাপালাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, যাত্রাপালার নির্দেশক ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

যাত্রাপালাটি মঞ্চায়নে সহযোগিতা করেন নবজাগরণ নাট্য সংস্থা, হবিগঞ্জ।

পালাকার আব্দুস ছামাদের ঐতিহাসিক এই যাত্রাপালাটির নির্দেশনায় ছিলেন মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ এবং পরিচালনায় ছিলেন বাবু সুনীল দাশ।

যাত্রাপালার প্রযোজনা ও প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.