Sylhet Today 24 PRINT

প্রকৃতি রক্ষার আহ্বানে ‘বসন্ত যাত্রা’

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

প্রকৃতি রক্ষার আহ্বানে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্যসংগঠন 'নগরাট'। শনিবার বিকেলে নগরীর রিকাবীবাজার এলাকার মুক্তমঞ্চে ‘বসন্ত যাত্রা’ নামে অনুষ্ঠানে কথা্, গান, নৃত্য, কবিতায় প্রকৃতি সুরক্ষার আহ্বান জানানো হয়।

মুক্তমঞ্চে বিকেল ৪টায় আয়োজক সংগঠন নগরনাটের মাঙ্গলিক নৃত্যের মধ্যদিয়ে শুরু হয় বসন্তবরণের অনুষ্ঠান। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু,  লোকগবেষক সুমন কুমার দাশ, গণজাগরণ মঞ্চের সংগঠক রাজিব রাসেল।

পরবর্তিতে  নগরনাট পরিবেশ করে লোকগান, আমন্ত্রিত সংগঠন ব্যান্ড SDBA-এ মঞ্চে আসে তাদের গান নিয়ে, এর পরপরই লাক্কাতুরা চা বাগানের সংগঠন প্রত্যাশার পরিবেশনায় থাকে কাঠিনৃত্য, সব শেষ নগরনাটের নৃত্যর মধ্যদিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়।

আয়োজক সংগঠন নগরনাট এর সভাপতি উজ্জ্বল চক্রবর্ত্তী জানান, বসন্ত স্বপ্নের সব রঙের বাস্তব সমন্বয়। এই বসন্তেই ভাষাকে মৃত্যুঞ্জয় করেছি, স্বাধীনতাকে দিয়েছি বাকশক্তি। আমাদের শহুরে অভ্যাস শিমুল ফুল আর কোকিল পাখির সাথে দুপুরের গল্পে শুকনো রোদ ছিটিয়ে দিতে চায়, তাই কণ্ঠে-ছন্দে জুড়ে দিতে চাই ফাগুন হাওয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.