Sylhet Today 24 PRINT

ভারতে আর্ন্তজাতিক চিত্রপ্রদর্শনীতে সিলেটের সত্যজিৎ

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০১৯

ভারতের মিজোরাম প্রদেশের রাজধানী আইজলে শুরু হয়েছে তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী 'কালচারাল মোজাইক'। এতে বিভিন্ন দেশের শিল্পীদের সাথে অংশ নিয়েছেন সিলেটের চিত্রশিল্পী সত্যজিৎ রাজন।

মিজোরামের আইজল শহরের 'ভানাপা' হলে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই চিত্রপ্রদর্শনী চলবে ২ মার্চ পর্যন্ত।

'ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশনস, আঞ্চলিক অফিস,  শিলং' ও 'আর্ট নভেলটি গ্যালারি' আইজল এর যৌথ আয়োজনে এবং মিজুরাম প্রাদেশিক সরকারের 'আর্ট এন্ড কালচার বিভাগের সহযোগীতায় প্রথমবারের মতো বহুজাতিক এই  চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন মিজোরাম প্রাদেশিক সরকারের 'পল্লী উন্নয়ন, তথ্য ও পাবলিক রিলেশন' মন্ত্রনালয়ের মন্ত্রী, লারুয়াথকিমা।

উদ্বোধনী অনুষ্ঠানে আসামের সঙ্গীত শিল্পী আলোকেশ দত্ত ও চালথলাং জাফর'র সঙ্গীত পরিবেশন করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন আর্ট নভেলটি গ্যালারি'র কিউরেটর মিস লামিং মাওই আমই। প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিসিআর'র আঞ্চলিক পরিচালক এন মুনিশ সিংহ।

অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের মধ্যে বক্তব্য রাখেন স্লোভাকিয়ান শিল্পি জানা বেনেরোভা।

তিন দিনব্যাপি এই প্রদর্শনীতে স্লোভাকিয়া, ভুটান, বাংলাদেশ ও ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্যের ১৮জন শিল্পী অংশ নিয়েছেন।

এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সত্যজিত রাজনের সর্বাধিক ১১ টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়।

চিত্রশিল্পী সত্যজিত বলেন, আমার শিল্পকর্ম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এটাই প্রথম প্রদর্শনী। বিভিন্ন দেশের শিল্পীদের সাথে নিজের কর্ম ও ভাবনার বিনিময়ে আমাকে উতসাহিত করছে।

তিনি বলেন, আন্তর্জাতিক এই  প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আমাকে সার্বিক সহযোগিতা করেছেন শিল্পানুরাগী তানভীর রুহেল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.