Sylhet Today 24 PRINT

আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন কামাল লোহানী ও বধ্যভূমির দুই স্থপতি

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০১৯

শহীদ আলতাফ মাহমুদ পদক ২০১৯-এর নাম ঘোষণা করা হয়েছে। এবার এই পদক পাচ্ছেন কামাল লোহানী, স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং স্থপতি জামী আল সাফী।

আগামি ৩০ আগস্ট বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অমর সুরস্রষ্ট্রা মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে এ তিন গুণীজনের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বিষয়টি সিলেটটুডেকে নিশ্চিত করেছেন শহীদ আলতাফ মাহমুদের কন্যা এবং ফাউন্ডেশনের সদস্য সচিব শাওন মাহমুদ। তিনি জানান, এবার দুইজন নয় তিনজনকে পদক দেওয়া হচ্ছে। যে দুজনের নকশায় আমরা পেয়েছি রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ তাদেরকে আমরা সম্মানিত করতে যাচ্ছি।

উল্লেখ্য, আলতাফ মাহমুদকে ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা ধরে নিয়ে যায়। এরপর তিনি আর ফেরেননি। পাকিস্তানি বাহিনী ও আলী আহসান মুজাহিদের নেতৃত্বে আলবদর বাহিনী তাঁকে তুলে নিয়ে যায়।

আলতাফ মাহমুদকে স্মরণ রাখতে তাঁর পরিবার ও ক্র্যাক প্লাটুনের গেরিলাদের সমন্বয়ে প্রতিষ্ঠা করা হয় শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের। এ ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে গুণীজনদের আলতাফ মাহমুদ পদক দিয়ে আসছে।

৩০ আগস্ট ২০০৫ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশিষ্ট চিত্রগ্রাহক বেবি ইসলামকে সম্মাননা প্রদানের মাধ্যমে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন-এর যাত্রা শুরু হয় ।

এরপর ৩০ আগস্ট ২০০৬ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এনামুল হক, ৩০ আগস্ট ২০০৭ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশের অন্যতম সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, ৩০ আগস্ট ২০০৮ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংগীতশিল্পী অজিত রায় এবং সংগীত পরিচালক খোন্দকার নুরুল আলম, ৩০ আগস্ট ২০০৯ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংগীতশিল্পী এবং বিশেষজ্ঞ সুধীন দাস, ৩০ আগস্ট ২০১০ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক বিপুল ভট্টাচার্য, ২৩ ডিসেম্বর ২০১১ তারিখে শিল্পকলা একাডেমীতে উদীচী আয়োজিত শহীদ আলতাফ মাহমুদ এর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ফাউন্ডেশন সংগীত পরিচালক আলম খান, ৩০ আগস্ট ২০১২ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘরে অধ্যাপক রফিকুল ইসলাম এবং নায়ক রাজ রাজ্জাক, ৩০ আগস্ট ২০১৩ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘরে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার এবং সংগীত পরিচালক মো. শাহ্‌নেওয়াজ এবং ৩০ আগস্ট ২০১৪ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘরে শিল্পী কাইয়ুম চৌধুরী এবং সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল-এর হাতে শহীদ আলতাফ মাহমুদ পদক তুলে দেওয়া হয়।

২০১৫ সালের ৩০ আগস্ট শহীদ আলতাফ মাহমুদ-এর ৪৪তম অন্তর্ধান দিবসে ওই বছরের আলতাফ মাহমুদ পদক পেয়েছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সংগীতপরিচালক আলাউদ্দীন আলী। ২০১৬ সালে এপদক পেয়েছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের এবং লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হকের হাতে ২০১৭ সালে এই পদক এবং ২০১৮ সালে শহীদ আলতাফ মাহমুদ পদক পান সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.