Sylhet Today 24 PRINT

সুরে সুরে পণ্ডিত রামকানাই দাশকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক |  ১১ অক্টোবর, ২০১৯

বরেণ্য সংগীত সাধক পণ্ডিত রামকানাই দাশ'র পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুরে সুরে রামকানাই দাশ স্মরণ অনুষ্ঠান করেছে সংগীত পরিষদ সিলেট।

শুক্রবার বিকেলে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন রামকানাই দাশের অগ্রজা সংগীতে একুশে পদকপ্রাপ্ত সুষমা দাশ, কবি শুভেন্দু ইমাম, সাংস্কৃতিক সংগঠক ব্যারিস্টার আরশ আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিতবরণ দাশগুপ্তসহ সিলেটের সংস্কৃতি অঙ্গনের সুধীজনেরা।

বক্তারা এসময় বলেন, বাংলা সংগীতের অনন্য স্রষ্টা একুশে পদক প্রাপ্ত এ গুণী ব্যক্তিত্ব অসংখ্য সংগীত রচনার পাশাপাশি তার হাত ধরে তৈরি হয়েছে অসংখ্য শিল্পী। সুর করেছেন অগণিত গানের, তিনি তার কর্ম ও সৃষ্টির মধ্যদিয়ে যুগে যুগে বেচে থাকবেন বাংলা সংগীতাঙ্গনে।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক সংগঠন নগরনাট, ধ্রুপদ সংগীতালয়, সারেগামাপা, গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশন, মেধালয়সহ স্থানীয় শিল্পীরা সুরে সুরে এই সঙ্গীতজ্ঞকে স্মরণ করেন।

প্রসঙ্গত, পণ্ডিত রামকানাই দাশ ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.