Sylhet Today 24 PRINT

হিমাংশু বিশ্বাসকে ঘিরে উৎসবমুখর সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক |  ০১ ডিসেম্বর, ২০১৯

নৃত্য-গীতি ও কথামালায় সিলেটের প্রবীণ সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের ৭৫ তম জন্মজয়ন্তী উদযাপন করলো নজরুল সংগীত শিল্পী পরিষদ।

রোববার সন্ধ্যায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে হিমাংশু বিশ্বাসের ৭৫তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান নজরুল সংগীত শিল্পী পরিষদ, সম্মিলিত নাট্য পরিষদ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ গুণগ্রাহীরা।

এসময় উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ সংস্কৃতিজনেরা।

এরপর উপস্থিত বিদগ্ধজনেরা কেক কেটে জন্মদিনের প্রচলিত আনুষ্ঠানিকতা উদযাপন করেন।

পুরো অনুষ্ঠান জুড়ে সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

একক পরিবেশনায় ছিলেন একুশে পদক প্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ, বাউল আব্দুর রহমান, রানাকুমার সিনহা-সহ খ্যাতনামা শিল্পীরা।

হিমাংশু বিশ্বাস প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে এ অঞ্চলে নজরুল সংগীত ও শুদ্ধ সংগীতের বিকাশে কাজ করছেন। দেশ বিদেশে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

অনুষ্ঠানে শিল্পী নিজেও সংগীত পরিবেশন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.