Sylhet Today 24 PRINT

শাবিতে ‘মেঘমল্লার’র দুই দিনব্যাপি চ্যারিটি ওয়ার্ল্ড প্রিমিয়ার শো

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) কলেজের গণিত বিভাগের শিক্ষক বিষ্ণুপদ সরকারের চিকিৎসা সহায়তা তহবিল গঠনে মেঘমল্লার চলচ্চিত্রের দুই দিনব্যাপি চ্যারিটি ওয়ার্ল্ড প্রিমিয়ার শো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সোমবার থেকে শুরু হচ্ছে।

প্রথম আলো বন্ধুসভা শাবিপ্রবি এ চ্যারিটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, সোমবার ও পরদিন মঙ্গলবার প্রতিদিন বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে মেঘমল্লার চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হবে। কানাডার টরন্টো আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের সাথে একযোগে শাবিপ্রবিতে এ প্রদর্শনী হবে। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে সরকারী অনুদানে মেঘমল্লার চলচ্চিত্রটি নির্মিত। মুক্তিযুদ্ধের সাহস-শঙ্কা, আশা-নিরাশার গল্প নিয়ে এ চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাহিদুর রহমান অঞ্জন।

চলচ্চিত্রটি নির্মাণে সরকারের অনুদান ছাড়াও সহায়তা করেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার, এবিসি রেডিও, কালি ও কলম, বেঙ্গল এন্টারটেইনমেন্ট লিমিটেড, বেঙ্গল ক্রিয়েশন্স, বিজনেস টাইমসসহ কয়েকটি প্রতিষ্ঠান। সিইউএফএল কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক বিষ্ণুপদ সরকার লিভার জটিলতায় দিল্লির মেডানটা হাসপাতালের ডা. এ এস সইন এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

প্রদর্শনীর টিকেটের মূল্য ৪০ টাকা। টিকেট শাবিপ্রবির অর্জুনতলায় প্রথম আলো বন্ধুসভার টেন্টে পাওয়া যাবে। এ ছাড়াও প্রদর্শনীর আগে শাবিপ্রবির সেন্ট্রাল অডিটোরিয়ামের কাউন্টারে পাওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.