Sylhet Today 24 PRINT

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে ৫০ শিল্পীর চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৯

১১ বছরে পদার্পন উপলক্ষে সিলেটে ৫০ জন চিত্রশিল্পী নিয়ে পক্ষকালব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস’।

বাংলাদেশ ও ভারতের ৫০ জন চিত্রশিল্পীর ৫০টি চিত্রকর্ম নিয়ে আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উদ্বোধন হবে এই চিত্র প্রদর্শনীর। প্রদর্শনী চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী জামাল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ।

এ প্রদর্শনীতে চিত্রপ্রেমীদের উপস্থিতি কামনা করেছেন ‘শাহ আলম গ্যালারী অব ফাইন আর্টস’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল গনি হিমন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.