Sylhet Today 24 PRINT

লিটল থিয়েটারের ‘বিশ্ব রঙ্গমঞ্চ পাঠ’

নিজস্ব প্রতিববেদক |  ২১ ডিসেম্বর, ২০১৯

থিয়েটার কর্মীদের নিয়ে নাটক ও থিয়েটার বিষয়ক বৈঠকি পাঠচক্র কার্যক্রম শুরু করেছে লিটল থিয়েটার সিলেট। 'বিশ্ব রঙ্গমঞ্চ পাঠ' নামে কার্যক্রমের প্রথম বৈঠক হয় শুক্রবার।

সিলেট বিভাগীয় গ্রন্থাগার মিলতায়তনে প্রথম বৈঠকে 'নাটকের ক্রমইতিহাস: নাটক অধ্যয়নের উপযোগিতা' নিয়ে আলোচনা করেন সিলেট সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ তালুকদার।

লিটল থিয়েটারের আহ্বায়ক আবদুল কাইয়ূম মুকুলের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছ বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আমিনুল ইসলাম লিটন।

আলোচনায় নাটকের ক্রমইতিহাস নিয়ে কথা বলেন সুদীপ তালুকদার।

এতে 'লিটল থিয়েটারের সদস্যরা ছাড়াও সিলেটের অন্যান্য থিয়েটারের কর্মীরাও অংশ নেন।

নাটক ও থিয়েটার নিয়ে নিয়মিত বিরতিতে এরকম বৈঠকি আড্ডার আয়োজন করা হবে বলে জানিয়েছেন লিটল থিয়েটারের আহ্বায়ক আব্দুল কাইয়ুম মুকুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.