Sylhet Today 24 PRINT

শাবিতে থিয়েটার সাস্টের ‘সোনার হরিণ’ মঞ্চস্থ

শাবি প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার সাস্টের ২৭ তম প্রযোজনার ৫ম প্রদর্শনী নাটক ‘সোনার হরিণ’ মঞ্চস্থ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ করা হয়।

নাটকটি বাস্তবতার ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা তাদের স্বপ্নকে কতটুকু সার্থক করতে পেরেছে। তার পাশাপাশি আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় তাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলন ঘটেছে তার প্রেক্ষিতে রচিত।

নাটকের রচনায় ছিলেন নূরুল করিম নাসিম এবং নির্দেশনায় ছিলেন ওমর ফারুক ভূঁইয়া দিপু। এছাড়া পুনঃ নির্দেশনায় ছিলেন মো. ফয়সাল আহমেদ শুভ, সহ-নির্দেশনায় আফরিন শাহনাজ আশা ও অরিন্দম সাহা অমিত।

‘নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন’ এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করে থিয়েটার সাস্ট। এরপর থেকে নাটক প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রমও চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.