Sylhet Today 24 PRINT

এবার করিমগঞ্জ জয় করলো লিথিসি’র ‘ভাইবে রাধারমণ’

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মার্চ, ২০২০

এবার ভারতের করিমগঞ্জের দর্শকদের হৃদয় জয় করলো লিটল থিয়েটার, সিলেট (লিথিসি)-এর নাটক 'ভাইবে রাধারমণ'। ৯ মার্চ ভারতের আসাম রাজ্যের করমিগঞ্জের পাথারকান্দিতে 'ভাইবে রাধারমণ' মঞ্চস্থ করে লিথিসি। করিমগঞ্জের নাট্যদল চতুরঙ্গ'র 'বসন্ত নাট্যোৎসব ২০২০'-এর শেষদিনে মঞ্চস্থ হয় নাটকটি।

বৈষ্ণবকবি রাধারমণ দত্তের জীবন ও কর্ম নির্ভর এ নাটক মুগ্ধ করে পাথারকান্দির দর্শকদের। খোলা মাঠে আয়োজিত এ উৎসবে মধ্যরাত পর্যন্ত বিপুল সংখ্যক উপস্থিত হয়ে নাটককটি উপভোগ করেন। নাটক শেষে দর্শকরা মঞ্চ নাটকে রাধামণ দত্তের জীবনকে ফুটিয়ে তোলার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আব্দুল কাইয়ুম মুকুলের ভাবনা ও প্রয়োগ এবং তানভীর নাহিদ খান রচিত ও নির্দেশিত ভাইবে রাধারমণ নাটকের ১৪তম মঞ্চায়ন হয় পাথারকান্দিতে। এরআগে নাটকটি সিলেট ও ভারতের শিলচরের দর্শকদের হৃদয় জয় করে।   

চতুরঙ্গ'র বসন্ত নাট্যোৎসবে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের ৭টি নাট্যদলের সাথে বাংলাদেশের একমাত্র নাট্যদল হিসেবে প্রতিনিধিত্ব করে লিটল থিয়েটার, সিলেট। পাথারকান্দিতে কোন বাংলাদেশী নাট্যদলের এটাই প্রথম অংশগ্রহণ বলে জানিয়েছেন লিথিসির নাট্যকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.