Sylhet Today 24 PRINT

শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৫

প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশন দোতলায় সৃজনশীল বইয়ের দোকান বইপত্রে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম।

সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ব্যরিস্টার মো. আরশ আলী, কবি ও শিশুসাহিত্যিক তুষার কর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় সী শেখর, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, দৈনিক সবুজ সিলেট-এর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ছামির মাহমুদ, শাহ আবদুল করিমের জীবনীকার ও গবেষক সুমনকুমার দাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সোহেল রানা, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবীর প্রমুখ।

সভায় বাউল বশিরউদ্দিন সরকার, আলোকচিত্রী আনিস মাহমুদ, প্রকাশক রাজীব চৌধুরী, সংস্কৃতিকর্মী অরূপ দাশ, কবি মেঘদাদ মেঘ, গল্পকার শেখ লুৎফুর, শিল্পী লিংকন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী শনিবার সন্ধ্যা সাতটায় পুনরায় একই স্থানে সভা আহ্বান করা হয়। সভায় বক্তারা জানান, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি প্রয়াত বাউলসম্রাটের জন্মশতবর্ষ। এ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে শাহ আবদুল করিমকে স্মরণ করা হবে। উৎসবে দেশ-বিদেশের প্রখ্যাত বুদ্ধিজীবী, গবেষক ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.