Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০২০

লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে ত্রিফলাসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন সিলেটের এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০তম ব‍্যাচের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জুলাই) আইন বিভাগের ৪০তম ব‍্যাচের পক্ষ থেকে সরাসরি অংশগ্রহণ করেন উক্ত বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী দ্বিপায়ন দ্বিপ্ত, সুরাইয়া টুম্পা, প্রতীম দাশ, সাকিব আহমদ, বাঁধন চক্রবর্তী, সৌহৃদ্য দত্ত ঐতিহ্য, আফসানা বেগম এবং সৈকত চন্দ।
 
এ সময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস, সহকারি রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন এবং আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম।

বিজ্ঞাপন

প্রসঙ্গত এই ব্যাচের শিক্ষার্থীরা বিদ্যমান বৈশ্বিক করোনা ভাইরাসের বিপর্যয়ের সময়ে অসচ্ছল পরিবারে খাদ্য সহযোগিতা প্রদানসহ অনলাইনে বিভিন্ন সচেতনামূলক কর্মকান্ড  আয়োজন করে আসছিলো।

সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতায় করোনাভাইরাস পরবর্তী নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় তারা আজ তাদের নিজস্ব ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন।

তাদের সমাজকল্যাণমূলক পদক্ষেপ এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে অভিবাদন জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক, আইন বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাশেদুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.