Sylhet Today 24 PRINT

সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাবি প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০২০

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিধি বাড়ানোর উদ্যোগহ নেওয়া হয়েছে। সিসিক সম্প্রসারণের জন্য গত রোববার (৯ আগস্ট)এক গণবিজ্ঞপ্তি জারি করে সিলেট জেলা প্রশাসন। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেও সিসিকের আওতায় আনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে শাবিপ্রবিও সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিলো শাবিপ্রবিকে সিলেট সিটি করপোরেশন অন্তর্ভুক্ত করার। অবশেষে রোববার সিলেট জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ও অন্তর্ভুক্ত হয়েছে। আশাকরি এই অন্তর্ভুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ আরও তরান্বিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং আমাদের প্রচেষ্টার ফলে শাবিপ্রবি সিসিকের অন্তর্ভুক্ত হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আশাকরি সামনে এটি আমাদের জন্য সুদিন বয়ে আমবে। এ অন্তর্ভুক্তির সুফল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে ভোগ করবে।'

তিনি আরও বলেন, 'আমরা প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট মেরামত, লাইটিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি। অনেক উন্নয়নমূলক কাজ আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ের বাজেট দিয়ে করা সম্ভব হয়ে উঠে না। তবে সিসিকের বাজেট অনেক বড়। তা থেকে যদি আমরা কিছু অংশ পাই তাহলে আমাদের উন্নয়ন কাজগুলো আরও সুন্দর ও টেকসইভাবে করা সম্ভব হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজগুলোকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.