Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে ‘ইলেক্টো ফেয়ার’ সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৫

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ এবং ইলেক্ট্রনিক্স ক্লাব অব লিডিং ইউনিভার্সিটির তত্ত্বাবধানে ১৭ এবং ১৮ অক্টোবর দু'দিনব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় ‘ইলেক্টো ফেয়ার- ২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় দুদিনব্যাপি ‘ইলেক্ট্রো ফেয়ার ২০১৫’ এর উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কবির হোসেন।

এসময় তিনি বলেন- এ ধরনের বৃহৎ আয়োজন শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ সাধনে ব্যাপক ভূমিকা রাখে এবং ভবিষ্যতে এ ধরনের ফেয়ার আয়োজনে সকল প্রকার সাহায্য প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, রেজিস্টার ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান এবং বিভিন্ন বিভাগের প্রধানরা।

ইলেক্ট্রো ফেয়ারে অংশ গ্রহণ করে শাবিপ্রবি, বুয়েট, আইইউবেটসহ সিলেট ও সিলেটের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

'Line Follower Robot' ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বুয়েট এবং রানার্সাপ নির্বাচিত হয়েছে লিডিং ইউনিভার্সিটি।

'Robo Flight' ইভেন্টে শাবিপ্রবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিডিং ইউনিভার্সিটি ও 'Project Showcasing'-এ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে লিডিং ইউনিভার্সিটি। এছাড়া যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

এছাড়া সিলেটের এমসি কলেজ 'Science Fair' ইভেন্টে এককভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.