Sylhet Today 24 PRINT

সেলিম আল দীনের নাটকের উপর শাবি শিক্ষকের পিএইচডি সেমিনার

শাবি প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০২০

প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের নাটকের উপর অনলাইনে পিএইচডি সেমিনার উপস্থাপন করেছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.জাহাঙ্গীর আলম।

রোববার সকাল ১১টায় অনলাইনে জুমের মাধ্যমে তার গবেষণার শিরোনাম ‘সেলিম আল দীনের নাটকে দলিত শ্রেণি’ এর অন্তর্গত ‘সেলিম আল দীনের নাটকে দলিত শ্রেণি সমগ্রের সন্ধান’ অংশ উপস্থাপন করেন।

এ গবেষণার তত্ত্বাবধায়ক হচ্ছেন বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল করিম।

বিজ্ঞাপন

অনলাইন সেমিনারে অংশ গ্রহণ করেন এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম,অধ্যাপক ড. মো. ফয়জুল হক, অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার, অধ্যাপক ড. নিলুফা আকতার, ড. মো. জফির উদ্দিন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল আরাফাত, এফইটি বিভাগের সহকারী অধ্যাপক মো. আফজাল হোসাইন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আক্তার হোসাইন, কুষ্টিয়ার ইসলামী  বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো মনজুর রহমান প্রমুখ।

এছাড়া বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরাও অনলাইন সেমিনারে অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.