Sylhet Today 24 PRINT

এমসি কলেজে গণধর্ষণ: এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে নববধূকে গণধর্ষণের ঘটনা তদন্তে এবার কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনার দায়দায়িত্ব নিরূপণের লক্ষ্যে এক সদস্যের এ কমিটি করা হয়।

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, কমিটির একমাত্র সদস্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. গোলাম রাব্বানী। তার দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যারাতে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক নববধূ। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়। চাঞ্চল্যকর এ মামলায় এজাহারনামীয় সব আসামিসহ সিলেট রেঞ্জ পুলিশ ও র‌্যাব-৯ এর হাতে গ্রেপ্তার আটজনের মধ্যে সাতজনকে পাঁচদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.