Sylhet Today 24 PRINT

অনলাইনে নেওয়া হবে শাবি শিক্ষার্থীদের টার্ম টেস্ট পরীক্ষা

শাবি প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের টার্ম টেস্ট ও কুইজ পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় খোলার মতো পরিবেশ এখনো হয়নি। তাই আমাদের শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পরে সে জন্য টার্ম টেস্ট, কুইজ ও ভাইবা অনলাইনে নেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ পরীক্ষা শেষ হলে পরবর্তীতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে তৈরি করা সফটওয়্যার দিয়ে লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে। তা এখনো সিদ্ধান্ত হয়নি। এটিকে আরও পরীক্ষা-নিরীক্ষা করে লিখিত পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.