Sylhet Today 24 PRINT

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ইউনিটের ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে উর্ত্তীণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ৩৫৫টি আসনে ভর্তির জন্য এবার ১৮ হাজার ৮৫২ জন এবং ‘এইচ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি-আইআইটি) ৫০ আসনের জন্য ১২ হাজার ৭৯১ জন আবেদন করেছিলেন।

প্রকাশিত ফলাফলে প্রতি ইউনিটে মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে বলে মোহাম্মদ আলী জানান।

আগের দিন বুধবার সকাল থেকে মোট পাঁচটি পালায় ‘বি’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। আবেদনকারীদের মধ্যে ৯৩ শতাংশ পরীক্ষায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admissionresults/ থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে ৯৯৩৩ এই নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.