Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২০

"আসুন মাস্ক পরি, করোনা প্রতিরোধ করি" এই শিরোনামে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ‍্যে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি মাস্ক বিতরণ করেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিলেট নগরীর ৩টি পয়েন্ট বন্দর বাজার, আম্বরখানা এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইটে  ৫০০০ মাস্ক বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের "কুইক রেসপন্স টীম ফর করোনা ভাইরাস" এর উদ‍্যোগে সিলেট নগরীর বন্দর বাজার পয়েন্টে সকাল ১১:০০টায় ধারাবাহিক মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড.  সৈয়দ রাগীব আলী।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, সচিব মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম, পিএসসি, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমেদ দীন, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, আয়োজক কমিটির আহবায়ক মো. মাহবুবুর রহমান ও সদস‍্যবৃন্দসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে সিলেটসহ দেশের মানুষকে সচেতন করতেই এ কর্মসূচির আয়োজন উল্লেখ করে ড. সৈয়দ রাগীব আলী বলেন, করোনার সংক্রমণ রোধে জরিমানার পরও মানুষের মাস্ক পরা নিশ্চিত হচ্ছে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এ বিষয়ে প্রচার কার্যক্রমের নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে লিডিং ইউনিভার্সিটির কুইক রেসপন্স টীমের এ উদ‍্যোগ শীতে করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তা কমাতে ভূমিকা রাখবে।

উপাচার্য বনমালী ভৌমিক বলেন, করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলা নিয়ে জনসাধারণকে সচেতন, জনসাধারণের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণসহ নানা ধারাবাহিক  কর্মসূচি গ্রহণ করেছে "লিডিং ইউনিভার্সিটির কুইক রেসপন্স টীম ফর করোনা ভাইরাস"।  তিনি বলেন, এ ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের গৃহীত পদক্ষেপকে সফল করতে হলে আমাদেরকে মাস্ক পরতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.