Sylhet Today 24 PRINT

নাসায় ডাক পেলেন শাবির শিক্ষার্থী ফাহাদ

শাবি প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)'য় আবহাওয়া বিজ্ঞানী হিসেবে কাজ করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ফাহাদ আল আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, তিনি নাসা গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে পোস্টডোক্টরাল সায়েন্টিস্ট হিসাবে কাজ শুরু করবেন। তার কর্মক্ষেত্রটি নাসার গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আত্তীকরণ অফিসে থাকবে। তার প্রাথমিক প্রকল্পটি ইউএমডি এবং নাসা জেপিএলের সহযোগিতায় হবে।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেন, নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করবো, যা আমার কাছে অবাস্তব মনে হচ্ছে। এ স্বপ্ন পূরণে যারা তার পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি আমার মাতৃভূমি ও দেশের জন্য অবদান রাখতে চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.