Sylhet Today 24 PRINT

পরীক্ষার সময় আবাসিক হল খোলার আহবান শাবি শিক্ষার্থীদের

শাবি প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০২০

আসন্ন অনার্স ও মাস্টার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষাকে কেন্দ্র করে আবাসিক হলসমূহ খোলে দেয়ার আহবান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে শতাধিক আবাসিক শিক্ষার্থীর স্বাক্ষর সংবলিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আবাসিক হল বন্ধে রেখেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। এতে অল্প সময়ে নতুন করে মেস নেয়া শিক্ষার্থীদের পক্ষে প্রায় অসম্ভব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে এখন একসাথে দুই সেমিস্টারের ফি পরিশোধ করতে হচ্ছে। সাথে মেস ভাড়ার জন্য দূরদূরান্ত থেকে আসা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এদিকে করোনায়ও ক্যাম্পাস বহির্ভূত আমীর কমপ্লেক্স, ফজল কমপ্লেক্সের মতো মেসগুলোতে ভাড়া দিচ্ছেন শিক্ষার্থীরা। তাই এ সময়ে সবকিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাছে হল খোলার জন্য জোর দাবি জানাচ্ছি।

তাছাড়া বর্তমান সময়ে করোনা পরিস্থিতি আরো বেগবান হচ্ছে তাই এ অল্প সময়ে নিরাপদ ও মানসম্মত মেস পাওয়া দুঃসাধ্য ব্যাপার। মেস মালিকরাও অতিরিক্ত ভাড়া দাবি করছে। সুতরাং আবাসিক হলগুলোতে পরিকল্পিতভাবে ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্যবিধি মেনে চলে অবস্থান করা সম্ভব এবং অধিকাংশ শিক্ষার্থীর প্রাণের দাবি হল খোলে দেয়া।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরাও হল খোলাসহ পাঁচ দফা দাবি উত্থাপন করে দুই দিনের সময় বেধেঁ দিয়েছেন।

এবিষয়ে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা বলেন, শিক্ষার্থীদের সাথে তাদের সমস্যা নিয়ে অনলাইনে আলোচনা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সমস্যার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন পর্যন্ত কর্তৃপক্ষ থেকে কোন নির্দেশনা আসে নি। যদি নির্দেশনা আসে আমরা সে অনুযায়ী কাজ করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম বলেন, আমরা একা চাইলে হল খোলার সিদ্ধান্ত নিতে পারি না। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের এ বিষয় বিষয়ের সাথে সম্পর্কিত। তবে দূর দূরান্ত থেকে আগত মেয়ে শিক্ষার্থীরা যাতে আবসন সমস্যায় না পড়ে সে জন্য বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের দাবি নিয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.