Sylhet Today 24 PRINT

জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় পরিবর্তন

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৫

লেখক-প্রকাশক হত্যার প্রতিবাদ ও জড়িতেদের বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের (০৩ নভেম্বর) ‍জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। 

ওইদিন (মঙ্গলবার) সকাল ১০টার পরিবর্তে বেলা দুইটায় পরীক্ষা শুরু হবে। 

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, অনিবার্য কারণে এ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। বাকি পরীক্ষাগুলো যথা সময়েই অনুষ্ঠিত হবে। 

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি প্রথম পত্র (জেএসসি) ও বাংলা প্রথম পত্র পরীক্ষা (জেডিসি) আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার বদলে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং অপর এক প্রকাশক ও দুই ব্লগারের ওপর হামলার প্রতিবাদের মঙ্গলবার দেশজুড়ে হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ।

চলতি ২০১৫ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় গতকাল রোববার শুরু হয়েছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.