Sylhet Today 24 PRINT

প্রাণের উৎসবে মেতেছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্নাতকেরা

সমাবর্তনের গাউন গায়ে টুপি মাথায় ফ্রেমবন্দি হয়ে দিনটিকে স্মৃতির পাতায় অমর করে রাখতে মোটেই ভুলেননি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্নাতক।

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০১৫

শনিবার সকালে সিলেট নগরীর মেন্দিবাগস্থ ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির ২য় সমাবর্তন অনুষ্ঠানে প্রাণের উৎসবে মেতেছিলেন গ্র্যাজুয়েটরা। মেট্রোপলিটন ইউনিভার্সিটির ১৩৮২ জন শিক্ষার্থী পেলেন স্নাতক ডিগ্রি। ডিগ্রি পেয়ে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরাও।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার মনোনীত প্রতিনিধি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দিল্লী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রবীন্দ্র অধ্যাপক ও আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর এমিরেটাস ড. তপোধীর ভট্টাচার্য

সমাবর্তনের গাউন গায়ে টুপি মাথায় ফ্রেমবন্দি হয়ে দিনটিকে স্মৃতির পাতায় অমর করে রাখতে মোটেই ভুলেননি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্নাতক। পুরোটি ক্ষণ আনন্দে আর প্রাণের উৎসবে মেতেছিলেন তারা। তাদের সেই উৎসবের কিছু আনন্দঘন মুহূর্ত আমাদের সিলেট টুডে ২৪ এর পাঠকদের জন্যও দেয়া হল।



শিক্ষকের সাথে আনন্দ ভাগ করে নিচ্ছেন সিএসই বিভাগের শিক্ষার্থীরা

 

ফ্রেমেবন্দী সিএসই বিভাগের ১৮ ও ১৯ তম ব্যাচের কিছু কৃতি শিক্ষার্থী



প্রাণের উৎসবে মেতেছিলেন ব্যবসা অনুষদের কৃতি শিক্ষার্থীরা




সমাবর্তনের এক ফাঁকে


আমাদের ফ্রেমেবন্দী কিছু শিক্ষার্থী




ফ্রেমেবন্দী বিবিএ ২০ তম ব্যচের কিছু শিক্ষার্থী




সমাবর্তনের পূর্বে শিক্ষার্থীদের আনন্দঘন প্রস্তুতি



সমাবর্তনের গাউন গায়ে টুপি উড়িয়ে দিনটিকে উদযাপন করতে ভুলেননি তারা




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.